প্রচলিত আছে “কয়লা ধুলে ময়লা যায় না” । স্পষ্টতই কয়লাকে চরম অবজ্ঞা করে ময়লার সাথে তুলনা করা হয়েছে। মজার ব্যাপার হলো: পানির কয়লাকে ধোয়ার কোন ক্ষমতাই নেই বরং কয়লাই পানির ময়লা পরিস্কার করে।
ভাবছেন পুরোপুরি উল্টো কথা বলছি ? মোটেই না।
কাঠকয়লার স্বরুপ জানা থাকলে আপনিও আমার কথা স্বীকার করবেন।