প্রচলিত ধারার উন্নয়ন ভাবনায়, পরিবেশের কথা কম ভাবা হয়। আমাদেরকে শেখানো হয়, প্রকৃতির ওপর নির্ভর করাটা পশ্চাৎপদতার লক্ষ্মণ। আধুনিক কৃষি বলতে আমাদের সামনে যে চিত্র তুলে ধরা হয়, তা হলো, গবেষণাগারে তৈরি বীজ, রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, পাম্প দিয়ে মাটির নিচ থেকে পানি তুলে কৃত্রিম সেচ দিয়ে ফসল উৎপাদন।
স্থানীয় প্রজাতির বিচিত্র বৈশিষ্ট্যসম্পন্ন ফসল চাষ, গোবর/জৈব সার ব্যবহার, উপকারী পোকা বা পাখি দিয়ে ক্ষতিকর পোকা দমন, সেচের জন্য বৃষ্টির ও ভূপৃষ্ঠের ওপরকার পানির ওপর নির্ভর করা - এগুলোকে সেকেলে পদ্ধতি বলে অবজ্ঞা করতে শেখানো হয়। অথচ এটা আজ প্রমাণিত যে, তথাকথিত ‘‘উন্নত’’ কৃষি শেষ পর্যন্ত মাটির উর্বরা শক্তি কমায়, পানিকে দূষিত করে এবং সর্বোপরি বিভিন্ন প্রজাতিকে বিপন্ন করে। স্থানীয় বিভিন্ন প্রজাতির উন্নয়ন ঘটিয়ে, মাটির গুণাগুণ রক্ষাকারী পদ্ধতি ব্যবহার করে এবং মাটির মধ্যে থাকা অনুজীব সংরক্ষণ করে মাটিতে অধিক ফসল ফলানো সম্ভব। তদুপরি, এর মাধ্যমে সার-বীজ-কীটনাশক-সেচ বাবদ কৃষকদের যে অর্থ ব্যয় হয়, তা-ও সাশ্রয় করা যায়। কিন্তু পরিতাপের বিষয়, কিভাবে প্রকৃতির ওপর নির্ভর করে, অথচ প্রকৃতিকে বিপন্ন না করে অধিক ফসল ফলানো যায়, সে বিষয়ে খুব কমই গবেষণা হয়; বরং অনেক বেশি গবেষণা হয় নতুন নতুন রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক আবিষ্কারে।
একইভাবে প্রচলিত ধারার উন্নয়ন ভাবনা আমাদেরকে নির্বিচারে শিল্প-কারখানা স্থাপনে উৎসাহিত করে। প্রচলিত ধারা শেখায়, শিল্প স্থাপন করতে গিয়ে নদী-খাল-বিলের পানি দূষিত হলো কিনা, বন্যপ্রাণী তার আবাস হারালো কিনা, কৃষিজমি-চারণভূমি নষ্ট হলো কিনা, বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বা সীসা বাড়লো কিনা - উন্নয়নশীল দেশের এসব দেখার দরকার নেই। প্রচলিত ধারার মতে, পরিবেশ ভাবনা আমাদের মত গরিব দেশগুলোর জন্য বিলাসিতা মাত্র। অথচ দেখা গেছে, প্রকৃতিতে বৈচিত্র্যের অভাবের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব জনগোষ্ঠী, যারা তাদের দৈনন্দিন খাদ্য বা বাসস্থানের জন্য অনেকটাই নির্ভর করে প্রকৃতি তথা প্রাণবৈচিত্র্যের ওপর।একইভাবে প্রচলিত ধারার উন্নয়ন ভাবনা আমাদেরকে নির্বিচারে শিল্প-কারখানা স্থাপনে উৎসাহিত করে। প্রচলিত ধারা শেখায়, শিল্প স্থাপন করতে গিয়ে নদী-খাল-বিলের পানি দূষিত হলো কিনা, বন্যপ্রাণী তার আবাস হারালো কিনা, কৃষিজমি-চারণভূমি নষ্ট হলো কিনা, বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বা সীসা বাড়লো কিনা - উন্নয়নশীল দেশের এসব দেখার দরকার নেই। প্রচলিত ধারার মতে, পরিবেশ ভাবনা আমাদের মত গরিব দেশগুলোর জন্য বিলাসিতা মাত্র। অথচ দেখা গেছে, প্রকৃতিতে বৈচিত্র্যের অভাবের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব জনগোষ্ঠী, যারা তাদের দৈনন্দিন খাদ্য বা বাসস্থানের জন্য অনেকটাই নির্ভর করে প্রকৃতি তথা প্রাণবৈচিত্র্যের ওপর।
স্থানীয় প্রজাতির বিচিত্র বৈশিষ্ট্যসম্পন্ন ফসল চাষ, গোবর/জৈব সার ব্যবহার, উপকারী পোকা বা পাখি দিয়ে ক্ষতিকর পোকা দমন, সেচের জন্য বৃষ্টির ও ভূপৃষ্ঠের ওপরকার পানির ওপর নির্ভর করা - এগুলোকে সেকেলে পদ্ধতি বলে অবজ্ঞা করতে শেখানো হয়। অথচ এটা আজ প্রমাণিত যে, তথাকথিত ‘‘উন্নত’’ কৃষি শেষ পর্যন্ত মাটির উর্বরা শক্তি কমায়, পানিকে দূষিত করে এবং সর্বোপরি বিভিন্ন প্রজাতিকে বিপন্ন করে। স্থানীয় বিভিন্ন প্রজাতির উন্নয়ন ঘটিয়ে, মাটির গুণাগুণ রক্ষাকারী পদ্ধতি ব্যবহার করে এবং মাটির মধ্যে থাকা অনুজীব সংরক্ষণ করে মাটিতে অধিক ফসল ফলানো সম্ভব। তদুপরি, এর মাধ্যমে সার-বীজ-কীটনাশক-সেচ বাবদ কৃষকদের যে অর্থ ব্যয় হয়, তা-ও সাশ্রয় করা যায়। কিন্তু পরিতাপের বিষয়, কিভাবে প্রকৃতির ওপর নির্ভর করে, অথচ প্রকৃতিকে বিপন্ন না করে অধিক ফসল ফলানো যায়, সে বিষয়ে খুব কমই গবেষণা হয়; বরং অনেক বেশি গবেষণা হয় নতুন নতুন রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক আবিষ্কারে।
একইভাবে প্রচলিত ধারার উন্নয়ন ভাবনা আমাদেরকে নির্বিচারে শিল্প-কারখানা স্থাপনে উৎসাহিত করে। প্রচলিত ধারা শেখায়, শিল্প স্থাপন করতে গিয়ে নদী-খাল-বিলের পানি দূষিত হলো কিনা, বন্যপ্রাণী তার আবাস হারালো কিনা, কৃষিজমি-চারণভূমি নষ্ট হলো কিনা, বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বা সীসা বাড়লো কিনা - উন্নয়নশীল দেশের এসব দেখার দরকার নেই। প্রচলিত ধারার মতে, পরিবেশ ভাবনা আমাদের মত গরিব দেশগুলোর জন্য বিলাসিতা মাত্র। অথচ দেখা গেছে, প্রকৃতিতে বৈচিত্র্যের অভাবের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব জনগোষ্ঠী, যারা তাদের দৈনন্দিন খাদ্য বা বাসস্থানের জন্য অনেকটাই নির্ভর করে প্রকৃতি তথা প্রাণবৈচিত্র্যের ওপর।একইভাবে প্রচলিত ধারার উন্নয়ন ভাবনা আমাদেরকে নির্বিচারে শিল্প-কারখানা স্থাপনে উৎসাহিত করে। প্রচলিত ধারা শেখায়, শিল্প স্থাপন করতে গিয়ে নদী-খাল-বিলের পানি দূষিত হলো কিনা, বন্যপ্রাণী তার আবাস হারালো কিনা, কৃষিজমি-চারণভূমি নষ্ট হলো কিনা, বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বা সীসা বাড়লো কিনা - উন্নয়নশীল দেশের এসব দেখার দরকার নেই। প্রচলিত ধারার মতে, পরিবেশ ভাবনা আমাদের মত গরিব দেশগুলোর জন্য বিলাসিতা মাত্র। অথচ দেখা গেছে, প্রকৃতিতে বৈচিত্র্যের অভাবের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব জনগোষ্ঠী, যারা তাদের দৈনন্দিন খাদ্য বা বাসস্থানের জন্য অনেকটাই নির্ভর করে প্রকৃতি তথা প্রাণবৈচিত্র্যের ওপর।
No comments:
Post a Comment