পরিবেশ নিয়ে পড়তে গিয়ে প্রায়ই আমরা এমন কিছু শব্দ বা শব্দাবলীর সম্মুখিন হই, যার অর্থ হয়তো আমাদের কাছে পরিষ্কার নয়। আমারা নিজেরা এই সমস্যার সম্মুখিন হয়ে এই অতি সাধারণ পরিবেশ অভিধান তৈরীর চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা বেশ কিছু বই থেকে ‘ডাকাতি’ করে শব্দগুলোর মোটামুটি বোধগম্য অর্থ বের করে নোট করেছি। এইখানে ঐগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যে সব বই, পত্রিকা থেকে শব্দগুলো নেয়া হয়েছে তার সূত্র যথাসময়ে প্রকাশ করবো।
অম্লবর্ষণ: (Acid Rain)
প্রাকৃতিক বৃষ্টি এবং তুষারপাত বিশুদ্ধ জলের মতো একেবারে অম্ল বা ক্ষারভাব বর্জিত নয়, বরং সামান্য অম্লভাবাপন্ন। কিন্ত যে বৃষ্টির জল ঐ অম্লভাবের একটা নির্দিষ্টমাত্রা(ph 5.6 অপেক্ষা কম) অতিক্রম করে সেই বৃষ্টিকে অম্লবর্ষণ বলে। শিল্পজাত বহু ধরনের গ্যাস বায়ুমন্ডলে জমা হয় এবং বৃষ্টিতে অম্লভাব বৃদ্ধির কারণ হিসাবে কাজ করে। এই অম্লবর্ষণের ফলে একদিকে যেমন বিভিন্ন জলাশয়ের জলজ প্রাণীদের ক্ষতি হয় তেমনই আর একদিকে মনুষ্যসৃষ্ট নানা রকমের বাড়িঘর বা সৌধ এর দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া গাছপালা ও শস্যের পক্ষেও এই অম্লবর্ষণ বিপদজনক।
কার্বন চক্র (Carbon Cycle)
প্রাণীর পুষ্টির একটি অন্যতম প্রধান মৌল কার্বনের, জীবদেহ ও প্রকৃতির মধ্যে চক্রাকারে আবর্তনকে বলা হয় কার্বন চক্র উৎপাদাক উদ্ভিদ বায়ুমন্ডলের ও জলে দ্রবীভূত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। খাদ্যস্তর অনুযায়ী বিভিন্ন খাদক খাদ্যের মাধ্যমে এই কার্বন গ্রহণ করে। এই কার্বনের অনেকটাই সমস্ত জীবের শ্বাস-প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইড হয়ে প্রকৃতিতে ফিরে যায়। এছাড়া মৃত জীবের পচন, বিভিন্ন দহন ও শিল্প প্রক্রিয়াতে তৈরী কার্বন ডাই-অক্সাইডও বায়ুমন্ডলে স্থান গ্রহণ করে। কার্বনের এই চক্রটি বাস্তুতন্ত্রের সংরক্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ । সাম্প্রতিক ব্যাপক শিল্পদূষণে এই চক্রটি ক্ষতিগ্রস্থ বলে বিজ্ঞানীরা বলেছেন।
ক্লোরোফ্লুরোকার্বন (Chloroflurocarbon, CFC)
ক্লোরিন, ফ্লোরিন ও কার্বনের দ্বারা গঠিত কয়েকটি বিশেষ ধর্মের যৌগকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন, সংক্ষেপে সি. এফ. সি(cfc) এই যৌগগুলির মূল ব্যবহার শীতক হিসাবে, যেমন রেফ্রিজারেটারের শীতক একটি cfc যৌগ(বাণিজ্যক নাম ফ্রেয়ন)। এছাড়া ফোম তৈরী, ধাতু পরিস্কার, শিল্পে জীবাণুনাশক, বিভিন্ন স্প্রে, প্রভৃতি কাজে এই যৌগগুলি ব্যবহৃত হয়।যদিও সরাসরি এই যৌগগুলি কোন দূষণ করে না, কিন্তু উর্ধ্কাশে এই যৌগগুলি ওজন স্তর ধ্বংস করছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। সম্প্রতি এই যৌগগুলি ক্রমশ সারা পৃথিবীতে নিষিদ্ধ করা হচ্ছে, ও বিকল্প দ্রব্যের জন্য গবেষণা চলছে।
তথ্য নেয়া হয়েছে: মোহিত রায় সম্পাদিত প্রসঙ্গ পরিবেশ বই থেকে।
তথ্য নেয়া হয়েছে: মোহিত রায় সম্পাদিত প্রসঙ্গ পরিবেশ বই থেকে।
No comments:
Post a Comment