10 March 2011

পরিবেশ নিয়ে বইয়ের তালিকা

পরিবেশ জানার ক্ষেত্রে আমাদের শুরু বোকার মতো। যে সব কঠিন বই আমাদের প্রথমেই ''বদহজম তৈরী করবে'' সেই বই দিয়ে আমারা শুরু করি। ফলে কিছুদিনের মধ্যে উৎসাহে ভাটা পড়ে। কিন্তু তারুণ্যের ধর্ম অনুসারে আবার নতুন করে শুরু করি পড়া-শোনা। এবার কিছুটা ফল লাভ হয়।  এইখানে কিছু পরিবেশ বিষয়ক বইয়ের তালিকা দেয়া হলো। এটি ধীরে ধীরে শত, হাজার ত্রুম অতিক্রম করবে আমরা সেই আশায় করি। বইগুলি বিভাগ অনুযায়ী ভাগ করা নয়। তবে অচিরেই এসব বইয়ের রিভিয়ু ও বিভাগ অনুযায়ী তালিকাবদ্ধ করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা করছি। 

১. বিপন্ন পরিবেশ- আবদুল্লাহ আল-মুতী- বাংলা একাডেমী।
২. গহন কোন বনের ধারে প্রকৃতি ও পরিবেশের কথা-দ্বিজেন শর্মা- সাহিত্য প্রকাশ।
৩. কুরচি তোমার লাগি- দ্বিজেন শর্মা-উৎস প্রকাশন।
৪. বিতর্কের পরিবেশ-মোহিত রায়-অনুষ্টুপ প্রকাশনী, কলকাতা।
৫. বিপন্ন পৃথিবী-অনুবাদ-ফারুক চৌধুরী- সাহিত্য প্রকাশ।

কলকাতা থেকে প্রকাশিত
বাঙলা বই

  • উজ্জ্বল সিংহ                   দূষিত হচ্ছে পরিবেশ
  • কল্যাণ চক্রবর্তী             বাঘ ও মানুষ। আনন্দ
  • দুর্গা বসু                        পরমা প্রকৃতি: দূষণ ও সংরক্ষণ। শ্রীভূমি
  • গোপাল চন্দ্র ভট্টাচার্য      বাংলার গাছপালা। শৈব্যা
  • তারকমোহন দাস           পৃথিবী কি শুধু মানুষের জন্য। জোনাকি
  • ধ্রুবজ্যোতি ঘোষ           ময়লা জল পরিশোধন ও তার পুর্নব্যবহার। পশ্চিমবঙ্গ রার্জ্য পুস্তক পর্ষদ
  • নন্দলাল ভট্টাচার্য           সবুজবাড়ি ও পরিবেশের গল্প। নিউপাবলিশিং কনসার্ন
  • নিরঞ্জন সিংহ                 পরিবেশ দূষণ: ভূপাল। মর্ডান কলাম
  • নীহারকান্তি সামন্ত           জল সরবারহ প্রযুক্তিবিদ্যা। ভারতী বুক স্টল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।


 

2 comments:

Anonymous said...

প্রিয় প্রাণবৈচিত্র্য ভাই,
এই দরকারী ও সময়োপযোগী পোস্টটির জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Bashar said...

অত্যন্ত ভাল মানের লেখা । শুধু পড়তেই মন চায় । ধন্যবাদ ।
ইংরেজি গ্রামার বাংলায় শেখার মজার ওয়েবসাইট ।